শীতের সন্ধ্যা। ঢাকা শহর আলোর মেলায় মেতে আছে। শুক্রবার ছুটির দিন বলে আসিফ আর তানিয়া বেরিয়েছে সান্ধ্য ভ্রমণে। বসে আছে পুরনো বইয়ের দোকানের পাশে, একটা ছোট কফিশপে। চারপাশে মানুষের কথাবার্তা, কফির মৃদু ঘ্রাণ, আর পাশে বসা তানিয়ার কাছ থেকে আসা সেই এক বিশেষ সুবাস। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর আসিফ আর চুপ থাকতে পারলো না।
“তোমার পারফিউমটা… এটা কি ilham's Black Opium?” আসিফ সরাসরি প্রশ্ন করে বসলো।
তানিয়া ভ্রু তুলে হাসল। "তুমি জানলে কীভাবে?"
"এই ঘ্রাণ আমি একবারে নোট করে ফেলেছি। অন্যকিছু হতে পারে না। এরকম কিছু একবার প্যারিসে এক শোরুমে ট্রাই করেছিলাম। তারপর থেকেই এটা মাথায় গেঁথে আছে।"
তানিয়া কাপ থেকে কফির চুমুক দিয়ে বলল, "বুঝতে পারো এর নোটগুলো? না শুধু নাম জানো?"
আসিফ হেসে বলে, "আসলে নোটগুলোর গভীরতা বোঝার চেষ্টা করছি। শুরুটা coffee -এর মতো, তাই না? গাঢ় আর এক ধরনের অ্যাডভেঞ্চারের ডাক দেয় যেন। সাথে Almond ফ্লেভারও পাওয়া যায় কিছুটা।
তানিয়া এবার সত্যি হাসল। "ঠিক ধরেছ। এরপর?"
আসিফ গম্ভীর ভঙ্গিতে বললো "এরপর তো একটু মিষ্টি ভাব আসে, vanilla আর কিছু একটা হালকা স্পাইসি মতো। একধরনের উষ্ণতার অনুভূতি দেয়। কিন্তু এই শেষ না ; এর মাঝে একটা ফ্লাওয়ারি সফটনেস আর রিফ্রেশিং একটা ভাইব আছে। আমার মনে হয়, এটা Jesmin, কমলালেবুর ফুলের (orange blossom) আর pear (নাশপতি) -এর মতো একটা ঘ্রাণ, তাইনা?"
তানিয়া একটু অবাক হয়ে বলল, "তুমি তো পারফিউম বিশেষজ্ঞ হয়ে যাচ্ছ।"
No review given yet!
Fast Delivery all across the country
Safe Payment
3 Days Return Policy
100% Authentic Products